ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার সাভারে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকের দেহরক্ষীকে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। রোববার সাভারের বিরুলিয়ার শ্যামপুর এলাকায় সেতুর পাশ থেকে তার হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফজলুল হক (৫২) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রাহাতপুরের প্রয়াত আমিন উদ্দিন মোল্লার ছেলে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পাঁচ বছর আগে সেনাবাহিনীর সৈনিক পদ থেকে অবসরে যান ফজলুল হক। পরে তিনি পপুলার লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকের দেহরক্ষী হিসেবে চাকরি নেন। শনিবার বিকালে তিনি রাজধানীর মতিঝিল যাওয়ার জন্য মানিকগঞ্জের বাড়ি থেকে বের হয়েছিলেন।
সাইফুল ইসলাম আরো বলেন, রাতে কোনো এক সময় তাকে হাত বেঁধে শ্বাসরোধে হত্যা করে লাশ বিরুলিয়ার শ্যামপুর ব্রিজের ঢালে ফেলে যায় দূর্বৃত্তরা। রোববার স্থানীয়রা তার লাশ দেখে সাভার মডেল থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তাকে কারা কী কারণে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। এই ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।