ধূমকেতু নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জাদুঘরের আরেক ট্রাস্টি সারওয়ার বলেন, সোমবার বেলা ১১টার আগে আগে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সারওয়ার আলী জানান, সোমবার বিকালে তারিক আলীর মরদেহ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে ট্রাস্টি ও জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদন করেন।
আসরের নামাজের পর জিয়াউদ্দিন তারিক আলীকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
একাত্তরের যে গানের দল বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে, সেই দলের সদস্য ছিলেন তারিক আলী। নিভৃতচারী এই মানুষটি জীবনভর নিজেকে রেখেছেন প্রচার থেকে দূরে।
যাদের অক্লান্ত পরিশ্রমে মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে উঠেছে তাদের একজন তারিক আলী। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই ছিল তার সারাজীবনের লড়াই।
জিয়াউদ্দিন তারিক আলী রবীন্দ্রসংগীত সম্মিলিন পরিষদ ও ছায়ানটের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।