ধূমকেতু নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাবেক একান্ত সচিব (এপিএস) মো. ওয়াহেদুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে আগামী ১৪ অক্টোবর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর সাবেক এই এপিএস বর্তমানে বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কর্মরত আছেন।
দুদক সূত্র জানায়, গত সেপ্টেম্বর মাসের শেষে দিকে ওয়াহেদুর রহমান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামকে (বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ে) ৫ অক্টোবর দুদকে হাজির হতে পৃথক নোটিশ দেয়া হয়। সিরাজুল ওই তারিখে দুদকে হাজির হলেও ওয়াহেদুর রহমান দাফতরিক ঝামেলার কথা বলে আসেননি। পরে দুদক তাকে ১৪ অক্টোবর হাজির হতে বলে।
ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অনিয়মের অভিযোগ অনুসন্ধানে ওয়াহেদুর রহমানসহ দুজনকে তলব করে দুদক।
এছাড়া চাদাবাজি, ক্ষমতার অপব্যবহার দখলবাজি ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম হাসুকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয়া হয়েছে। আগামী ১৩ অক্টোবর তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে।