ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় আলোচনা সভা শেষে টঙ্গী সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭) বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকার দলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পূর্ব পাকিস্তানের টুঙ্গিপাড়ায় (বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া) ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজিলাতুন্নেসা। তিনি পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড়। তার রাজনৈতিক কর্মজীবন প্রায় চার দশকেরও বেশি সময়ব্যাপী বিস্তৃত। তিনি ১৯৮৬ থেকে ১৯৯০ ও ১৯৯১-১৯৯৫ পর্যন্ত বিরোধী দলের নেতা এবং ১৯৯৬-২০০১ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ১৯৮১ সাল থেকে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সাংসদ শামছুন্নাহার ভূইয়া, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বক্কর, ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলিম মোল্লা, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু,সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক (বাবু) খলিফা, কার্যকরি সদস্য মামুনুর রশিদ মোল্লা, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাসির উদ্দিন নাসির ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, একেএম পলাশ জলিল, ৫৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক দেলোয়ার হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিম, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু, ৪৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা ফজল করিম, হাজী বাবলু, এ্যড, আদিম হায়দার, হাজী হাসান উদ্দিন, জুয়েল হোসেন জয়, দীন মোহাম্মদ নীরব, লীটন প্রমুখ।
টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু, ৫৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক দেলোয়ার হোসেন, গাজীপুর মহানগর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা ৪৯ নং ওয়ার্ড যুবলীগের প্রভাবশালী নেতা আলহাজ্ব জলিল গাজী ও ফজল করিমের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এসময় বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, সকল বাঙালির আশার বাতিঘর, বাংলার অর্থনৈতিক মুক্তির কান্ডারী, বিশ্ববরেণ্য বিস্ময়কর নেতৃত্ব, বিশ্বের ‘মুকুট মনি’, ‘Mother of Huminity’ খ্যাত শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রভাবশালী নেতা, সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিম এর উদ্যোগে বিশাল আনন্দ মিছিল টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজ মাঠে এসে সমাবেত হয়।
এছাড়া টঙ্গীর সিরাজ উদ্দিন বিদ্যানিকেতন এন্ড কলেজে জন্মদিন উপলক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওয়াদুদুর রহমান।