IMG-LOGO

মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে সফর ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় পূনর্ভবা নদিতে যৌথ অভিযানের অবৈধ জাল আটকতানোরে বিলে পোনামাছ অবমুক্ততানোরে দু:স্থ নারী কর্মীদের মাঝে সঞ্চয়ী অর্থের চেক ফেরত প্রদানসাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আরাফাত আটকরায়গঞ্জে জামায়াতে ইসলামী পাঙ্গাসী ইউনিয়ন শাখার প্রতিবাদ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা‘অভিন্ন নদীর পানির হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে’‘বন্যায় মারা গেছেন ২৭ জন’মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশপোরশায় নকল নবিসদের কলম বিরতীফুলবাড়ীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধনসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার আবেদনট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে লালপুরের শ্রমিক নিহত, আহত ২২৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগফারাক্কা নিয়ে যা বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২। একনজরে দেখে নিই ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৪৭৪ – দ্বিতীয় লিও এক বছরের থেকেও কম সময়ের জন্য বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।

১৪৮৬ – এলিজাবেথ অব ইয়র্কের সঙ্গে ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরী বিবাহবন্ধনে আবদ্ধ হন।

১৫৩৫ – স্পেনীয় দখলদার ফ্রান্সিস্‌কো পিজারো পেরুর রাজধানী, লিমা আবিষ্কার করেন।

১৬৪২ – প্রথম ইউরোপীয় হিসাবে আবেল তাসমান নিউজিল্যান্ডে পা রাখেন।

১৬৭০ – ওয়েল্‌শ্‌ অ্যাডমিরাল স্যার হেনরী মোরগেন পানামা দখল করেন।

১৭৭৮ – ইংরেজ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক হাওয়াই দ্বীপ আবিষ্কার করেছিলেন। ১৭০১ – প্রথম ফ্রেডরিক প্রুশিয়ার রাজা হন।

১৮৬২ – বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল গঠিত হয়।

১৮৭১ – ফ্রান্সের ভার্সাই প্রাসাদে প্রথম ভিলহেল্ম জার্মানীর প্রথম সম্রাট ঘোষিত হন।

১৯১২ – বৃটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট দক্ষিণ মেরুতে পদার্পন করেন। তিনি প্রথম

দক্ষিণ মেরুতে পর্দাপন করেছিলেন বলে প্রথমে ভাবলেও পরে বুঝতে পারেন তার ভুল হয়েছে।

১৯১৯ – প্রথম বিশ্বযুদ্ধ – ফ্রান্সের ভার্সাই নগরীতে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ – সোভিয়েত ইউনিয়নের বাহিনী রাশিয়ার লেনিনগ্রাড শহরটিকে নাৎসি জার্মান বাহিনীর কবল থেকে মুক্তি করে।

১৯৪৮ – হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গান্ধী তার ১২১ ঘন্টার অনশনের অবসান ঘটিয়েছিলেন।

১৯৫৬ – জাপান জাতিসংঘে যোগদান করে।

১৯৭৮ – নর্দার্ন আয়ারল্যান্ডে বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য সরকার ইউরোপের মানবাধিকার আদালতে দোষী সাব্যস্ত হয়।

১৯৭৯ – ইরানের বিপ্লবী জনগণ স্বৈরচারী শাহ সরকারের শেষ প্রতিনিধি অর্থাৎ শাপুর বখতিয়ারের সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ করে।

১৯৯৭ – একাকী এবং কারো সাহায্য ছাড়াই প্রথম ব্যক্তি হিসেবে অ্যান্টার্কটিকা পাড়ি দেন নরওয়ের বোর্জ অসল্যান্ড।

১৯৯৮ – দ্রুজ রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কির সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় শুরু হয়।

২০০২ – সিয়েরালিয়নে গৃহযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

২০০৬ – সংযুক্ত আবর আমিরাতে প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম

৮৮৫ – জাপানের সম্রাট ডাইগো জন্মগ্রহণ করেন।

১৮৫৪ – মার্কিন বিজ্ঞানী টমাস আউগুস্তুস ওয়াটসন জন্মগ্রহণ করেন। তিনি আলেকজান্ডার গ্রাহাম বেলের সহকারী এবং টেলিফোন আবিষ্কারের অন্যতম প্রবর্তক হিসেবে স্বীকৃত।

১৮৬৭ – নিকারাগুয়ার কবি রুবেন দারিওর জন্মগ্রহণ করেন।

১৮৭৮ – সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন জন্মগ্রহণ করেন।

১৮৮২ – এ. এ. মিলনে, ইংরেজ লেখক, কবি ও নাট্যকার জন্মগ্রহণ করেন।

১৯১৭ – আজিজুর রহমান, বাংলাদেশী কবি এবং গীতিকার জন্মগ্রহণ করেন।

১৯২১ – নোবেল পুরস্কার বিজয়ী জাপানি আমেরিকান পদার্থবিদ ইয়োইচিরো নাম্বু জন্মগ্রহণ করেন।

১৯৩৭ – নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ শিক্ষক ও রাজনীতিবিদ জন হিউম জন্মগ্রহণ করেন।

১৯৪৫ – একুশে পদক জয়ী বাংলাদেশি সাংবাদিক মোনাজাত উদ্দিন জন্মগ্রহণ করেন।

১৯৫৪ – প্রখ্যাত মূকাভিনয় শিল্পী পার্থ প্রতীম মজুমদার জন্মগ্রহণ করেন।

১৯৮৪ – জাপানি ফুটবলার মাকটো হাসেবে জন্মগ্রহণ করেন।

১৯৮৮ – জার্মান টেনিস খেলোয়াড় আঙ্গেলিকুয়ে কেরবের জন্মগ্রহণ করেন।

১৯৯০ – বাংলাদেশি তরুন প্রজন্মের সঙ্গীত শিল্পী হৃদয় খান জন্মগ্রহণ করেন।

মৃত্যু

৪৭৪ – বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট প্রথম লিও এর এর মৃত্যু হয়।

১৩৬৭ – পর্তুগালের রাজা প্রথম পিটার এর মৃত্যু হয়।

১৬৭৭ – ডাচ রাজনীতিবিদ ও কেপ টাউনের প্রতিষ্ঠাতা জান ভান রিয়েবেকের মৃত্যু হয়।

১৮৬২ – যুক্তরাষ্ট্রের দশম রাষ্ট্রপতি জন টাইলার এর মৃত্যু হয়।

১৯৩৬ – নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ লেখক ও কবি রুডইয়ার্ড কিপলিং এর মৃত্যু হয়।

১৯৫৫ – পাকিস্তানি লেখক ও চিত্রনাট্যকার সাদাত হাসান মান্টোর মৃত্যু হয়।

১৯৯২ – রাজনীতি ও আইনজীবী হামিদুল হক চৌধুরী ইন্তেকাল করেন।

১৯৯৫ – নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ আডল্‌ফ ফ্রিড্‌রিশ ইয়োহান বুটেনান্ড্‌ট এর মৃত্যু হয়।

১৯৯৬ – ভারতীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক, রাজনীতিবিদ, অন্ধ্রপ্রদেশ-এর ১০ তম মুখ্যমন্ত্রী এন. টি. রামা রাও এর মৃত্যু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031