IMG-LOGO

রবিবার, ২৫শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সফর ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মুখ খুললেন সুপারস্টার নাগার্জুনাআশুলিয়ায় ঝুট গোডাউনে আগুনকোড্ডায় মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে ২ জনের প্রাণহানী‘দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে’‘চিকেন নেক’ সম্পর্কে যা জানা যায়১০ দিনে ‘স্ত্রী টু’ সিনেমার আয় ৬৮৬ কোটিআজকের খেলাহাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলাটেলিগ্রামের সিইও গ্রেপ্তারবন্যার্তদের জন্য স্যালাইন সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী মনির খানইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণাকাপ্তাই বাঁধের ১৬ গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হলোসাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার৩৭ দিন পর চালু হলো মেট্রোরেলসালমান-আনিসুল ও জিয়াউলের রিমান্ড মঞ্জুর
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ২৯ জানুয়ারি, ২০২২, শনিবার এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৫২৮ – মোগল সম্রাট বাবর চান্দেরি দুর্গ দখল করেন।

১৫৯৫ – শেকসপিয়ারের ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।

১৬১৩ – গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন।

১৬৭৬ – দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৭৮০ – জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজী সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ আত্মপ্রকাশ করে।

১৮২০ – সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

১৮৪৫ – এডগার পো-র ‘র‌্যাভেন’ প্রথম প্রকাশিত হয়।

১৮৪৮ – সিসিলিতে নতুন সংবিধান গৃহীত হয়।

১৮৬১ – ক্যানসাস আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়।

১৯১৬ – প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে।

১৯১৯ – ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।

১৯৮৯ – হাঙ্গেরি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

১৯৯২ – ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

১৯৯৬ – ভেনিস অপেরা হাউস লা-ফেনিস আগুনে পুড়ে ধ্বংসপ্রাপ্ত হয়।

১৯৯৬ – ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

২০০১ – ইন্দোনেশিয়ায় হাজার হাজার ছাত্র বিক্ষোভ করে প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের পদত্যাগের দাবিতে ।

জন্ম:

১৮৪৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকিন্‌লি জন্মগ্রহণ করেন ।

১৮৬০ – রুশ চিকিৎসক, ছোটগল্পকার ও নাট্যকার আন্তন পাভলোভিচ চেখভ জন্মগ্রহণ করেন।

১৮৬৬ – নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক জন্মগ্রহণ করেন ।

১৮৯০ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ড. সুশীল কুমার দে জন্মগ্রহণ করেন ।

১৯২৬ – নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানী তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী আব্দুস সালাম জন্মগ্রহণ করেন।

১৯৪৭ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী লিন্ডা বি. বাক জন্মগ্রহণ করেন ।

১৯৫৪ – মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ওপ্রাহ উইনফ্রে জন্মগ্রহণ করেন ।

১৯৭৯ – আমেরিকান অভিনেতা ও প্রযোজক অ্যান্ড্রু কীগান জন্মগ্রহণ করেন ।

১৯৯২ – রাশিয়ান ফুটবল খেলোয়াড় আলেকজান্ডার টরকহও জন্মগ্রহণ করেন ।

মৃত্যু:

১৬৭৬ – রাশিয়ার জার প্রথম অ্যালেক্সিস মৃত্যুবরণ করেন।

১৮২০ – ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ মৃত্যুবরণ করেন।

১৮৮৯ – একজন রাশিয়ান বিপ্লবী ও সমাজতান্ত্রিক নেতা ওসিপ জেটকিন মৃত্যুবরণ করেন ।

১৯৩৪ – নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ফ্রিটজ হাবের মৃত্যুবরণ করেন ।

১৯৩৭ – কবি আলেকজান্ডার পুশকিন মৃত্যুবরণ করেন।

১৯৬৩ – আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট মৃত্যুবরণ করেন ।

১৯৭৬ – একজন বাঙালি সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত মৃত্যুবরণ করেন ।

২০০৮ – ফরাসি অভিনেতা ফিলিপ খরসান্দ মৃত্যুবরণ করেন ।

২০১১ – সাংবাদিক পথিক সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

২০১৩ – ইংরেজ অভিনেতা বার্নার্ড হরসফাল মৃত্যুবরণ করেন ।

২০১৪ – আমেরিকান পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক মৃত্যুবরণ করেন ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news