ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর এই আলোচনার সূত্রপাত হচ্ছে তার হাতের আংটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাকুলিনের হাতে কয়েক দিন আগেও যে হীরার আংটিটি দেখা গেছে সেটি সুকেশের দেওয়া ভালোবাসার উপহার। যার মধ্যে লেখা ছিল দুজনের নামের আদ্যাক্ষর। এখানেই শেষ নয়, ভালোবাসা দিবসে সুকেশের সঙ্গে তুমুল ঝগড়া হয়েছিল জ্যাকুলিনের।
প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিনেত্রীকে শান্ত করতে ১০ কোটি টাকাও খরচ করতে রাজি ছিলেন সুকেশ। তার ব্যক্তিগত সহকারী পিঙ্কি ইরানির মাধ্যমেই সমঝোতায় আসতে চেয়েছিলেন তারা। কারণ পিঙ্কির মাধ্যমেই জ্যাকুলিনের সঙ্গে সুকেশের পরিচয়। তাই পিঙ্কি ভালোভাবেই জানতেন জ্যাকুলিনকে বশ মানাতে কী করতে হবে। সেই কাজে পিঙ্কি সফলও হয়েছিলেন।
২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই বলিউডে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে তাদের অন্তরঙ্গ ছবি প্রকাশের পর নানা বিতর্কে জড়িয়েছেন জ্যাকুলিন।
সুকেশের কাছ থেকে আংটিসহ দামি দামি উপহার নেওয়ায় জ্যাকুলিন ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
এই নিয়ে সংবাদমাধ্যমকে সুকেশ লিখেছিলেন এক আবেগঘন চিঠি। তার কথায়, জ্যাকুলিন একেবারেই নির্দোষ। ওসব দামি উপহার তার ভালোবাসার প্রতীক।