ধূমকেতু নিউজ ডেস্ক : নীলফামারীর কিশোরগঞ্জে ৫০০ টাকার হিসাব না মেলায় রিনা বেগম নামে এক গৃহবধূকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া ময়দানেরপাড় গ্রামে। সোমবার সকালে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী হাফিজুল ইসলামকে পুলিশ আটক করেছে।
কিশোরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, রংপুর-ডালিয়া সড়ক সংলগ্ন রিনা বেগমের মুদির দোকান রয়েছে। ওই দোকানের সামান্য একটু পিছনে তার বাড়ি। ব্যবসার ৫০০ টাকার হিসাব না মেলায় তার স্বামী হাফিজুলের সঙ্গে ঝগড়া হয়। এজন্য তার কাঠ ব্যবসায়ী স্বামী ক্ষিপ্ত হয়ে বাজারে না গিয়ে ঘরের ভেতরে ওতপেতে থাকে। রোববার রাত ৮টায় সাত বছরের ছেলে রিফাতকে দোকানে রেখে ওই গৃহবধূ বাড়িতে যান। ঘরে যাওয়ামাত্রই হাফিজুল তার স্ত্রীর গলায় রশি পেঁচিয়ে টান দেয়।
এতে রিনা বেগম মাটিতে লুটিয়ে পড়ায় তার দুই বছরের কোলের শিশু মেঘনা কান্না শুরু করে। ছোট বোনের কান্না শুনে দোকান ছেড়ে বড়ভাই রিফাত ও দোকানের সামনে বসা একজন বাড়ির ভেতরে যান। অচেতন অবস্থায় ঘরের মেঝেতে মাকে পড়ে থাকতে দেখে রিফাত চিৎকার দেন। পরে হাফিজুল সটকে পড়ে ঘটনা ভিন্নদিকে প্রবাহিত করার চেষ্টা করে।
স্থানীয়রা ওই গৃহবধূকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ লাশের গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশে খবর দেন। রাতেই পুলিশ ওই গৃহবধূর স্বামী হাফিজুলকে আটক করে ঘটনার রহস্য উদঘাটন করে।
সোমবার ওই গৃহবধূর বাবা এনামুল হক বাদী হয়ে জামাতাসহ দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল হক জানান, গ্রেফতারকৃত হাফিজুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।