ধূমকেতু নিউজ ডেস্ক : চলে এসেছে ঈদুল আযহা। আর মাত্র কয়েকদিনই বাকি ঈদের। এরই মধ্যে ঘরণীরা শুরু করে দিয়েছেন ঘর গুছানোর কাজ। তবে ব্যবস্তায় নিজের প্রতি যত্নটাই ঠিকমত নেয়া হয়ে থাকেনা। উৎসবের দিনটিতে সবাই চায় নিজেকে সুন্দর আর পরিপাটি দেখাতে। সেজন্য এখন থেকেই শুরু করে দিন ত্বকের যত্ন নেয়ার।
আসুন জেনে নেই কিভাবে ঘরেই নিবেন ত্বকের যত্ন-
প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখ ভালো একটি ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিবেন। ঘুমানোর আগে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
শুষ্ক ত্বকের জন্য ১ টেবিল চামচ উপটান এর সঙ্গে ১ চা চামচ টকদই এবং ১ চা চামচ দুধ মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করুন নিয়মিত।
তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য ১ টেবিল চামচ বিট্রুট পাউডার এর সঙ্গে গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিয়মিত ব্যবহার করুন।
প্যাক ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে একদমই ভুলবেন না।
গোসল করার সময় হাতে পায়ে ভালো করে স্ক্রাবিং করুন। সেজন্য ১ টেবিল চামচ কফির সাথে সমপরিমান চিনি নিয়ে সামান্য পানি দিয়ে মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিতে পারেন।
চিনি ও লেবুর রস একত্রে মিশিয়ে তৈরি করে নিতে পারেন ঠোঁটের স্ক্রাব। নিয়মিত ব্যবহারে ঠোটের কালো দাগ ও মরা কোষ দূর হবে।
চোখের কালো দাগ ও ফোলা ভাব কমাতে চোখে ব্যবহার করুন শসার রস।
যেহেতু প্রচণ্ড গরম পরেছে তাই প্রচুর পানি পান করুন। এতে করে ত্বক ও শরীর দুটোই ভালো থাকবে। পানি প্রচুর পান করলে ডিহাইড্রেশনের সমস্যা থেকে এবং ত্বকে ব্রনের সমস্যা থেকেও মুক্তি পাবেন।