ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে আলিফ হোসেন নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন আলিফ।
সোমবার রাতে কালীগঞ্জ উপজেলার নরুন গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মশিউর রহমান।
নিহত আলিফ হোসেন প্রহলাদপুর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জের নরুনে এক ওয়াজ মাহফিলের পাশের রাস্তায় দাঁড়িয়ে কয়েক বন্ধু মিলে গল্প করছিলেন আরিফ। এমন সময় কয়েকজন ছেলে এসে আলিফকে তাদের কাছ থেকে একটু দূরে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পরই সেখানে গণ্ডগোলের শব্দ শুনে আলিফের বন্ধুরা এগিয়ে যান এবং সেখানে আলিফকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
পরে তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা আলিফকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মশিউর রহমান বলেন, কী কারণে আলিফ হোসেনকে হত্যা করা হয়েছে তার ক্লু উদঘাটনে অভিযান চলছে।