ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার ৪ নং ভালুকগাছি ইউনিয়ন পরিষদ তালা বদ্ধ হয়ে পড়ে রয়েছে, সেবা পাচ্ছেন না সাধারণ মানুষেরা।
রোববার (১৮ আগষ্ট) সকালে ইউনিয়ন বিএনপির আয়োজনে সেখানে পালিত হয় অবস্থান কর্মসূচি। পাশাপাশি অবাঞ্চিত ঘোষণা করা হয় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকে।
এসময় উপস্থিত ছিলেন, একরামুল হক, সদস্য রাজশাহী জেলা বিএনপি। আবু সায়েম সারোয়ার, সাবেক ইউপি সদস্য। নাজমুল গনি পিন্টু, আহবায়ন ভালুকগাছি ইউনিয়ন বিএনপি। মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ভালুকগাছি ইউনিয়ন বিএনপি। তহিদুল ইসলাম (তৌহিদ মাস্টার), সাধারণ সম্পাদক ভালুকগাছি ইউনিয়ন বিএনপি সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। দেখা যায় কে বা কারা উক্ত পরিষদে তালা ঝুলিয়ে রাখে। যার ফলে ৪ নং ভালুকগাছি ইউনিয়নের নাগরিক সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।
এসময় অবস্থান কর্মসূচি পালন কালে রাজশাহী জেলা বিএনপি’র সদস্য একরামুল হক বলেন, এই স্বৈরাচারী সরকারের ভোটবিহীন চেয়ারম্যান কে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম।
ওই ঘটনায় চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, ৫ তারিখের পরে একদিন পরিষদে গিয়েছিলাম। কিন্তু আমাকে বাধা দেওয়া হচ্ছে। আমি আর্মি ও ইউএনও মহোদয়কে জানিয়েছি। আমি সরকারি নিয়ম অনুযায়ী আমার মতো কাজ করতে চাই। আমি কোনো একক দলের নয়, আমি সকলের চেয়ারম্যান।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, কেউ চাইলে এভাবে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে রাখতে পারে না যা কিছু হচ্ছে সব নোট করে রাখা হচ্ছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew