ধূমকেতু নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি শিয়ালের কামড়ে ১৬ নারী-পুরুষ ও শিশু আহত হয়েছেন। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের বৈরাগীরচর, প্রেমারচর ও কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত পাগলা শিয়ালটি ১৬ জন নারী-পুরুষ ও শিশুকে কামড়িয়ে আহত করেছে। একপর্যায়ে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেন।
আহতরা হলেন- মীম (১৬), রমিজ উদ্দিন (৬৫), মিঠুন (১১), নিয়াশা (৬৫), তাছলিমা (৩০), সোনাম উদ্দিন (৭০), আনোয়ারা খাতুন (৬৫), কামাল হোসেন (২৫), রিয়াদ (৯), আবদুল কুদ্দুস (৭০), সীমা আক্তার (৩০), সজল মিয়া (১১), সীমু আক্তার (৩১), রহিমা খাতুন (২৮), সেলিম (১৮) ও শিমু (২৫)। আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়ন পরিষদের বৈরাগীরচর ওয়ার্ডের সদস্য আশরাফুল আলম পল্লব জানান, রোববার সকালে বৈরাগীরচর গ্রামের শাহজাহানের স্ত্রী রহিমা খাতুন টিউবওয়েল থেকে পানি সংগ্রহের জন্য গেলে একটি শিয়াল দৌড়ে এসে পায়ে কামড় দিয়ে তাকে আহত করে। এ ঘটনার পর আমি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জনসাধারণকে পাগলা শিয়াল থেকে সাবধান থাকার জন্য সচেতন করি।
তিনি জানান, শিয়ালটি বৈরাগীরচর, প্রেমারচর ও কাজিরচর গ্রামের ১৬ জন লোককে কামড়ে আহত করে। আহত প্রত্যেককে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদানের জন্য পাঠাই। এ সময় ওই শিয়ালের আক্রমণে আতঙ্কিত লোকজন বিভিন্ন দিকে ছোটাছুটি করছিলেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পাগলা শিয়ালের আক্রমণে আহত রোগীদের জলাতঙ্কের ইনজেকশন দিয়ে আমাদের অবজারভেশনে রাখা হয়েছে।