ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ ভিতরের রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নেই পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা। এতে সেখানে সেবা নিতে আসা ব্যক্তিরা পড়ছেন জনদুর্ভোগ গত মাস থেকে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ ঘুরে দেখা গেছে, উপজেলা চেয়ারম্যানের পরিষদের যাবার রাস্তা পানিতে তলিয়ে গেছে। সামনে সমবায় অফিস ,নির্বাচন কমিশন, খাদ্য গুদাম, জনস্বাস্থ্য প্রকৌশল ও উপজেলা কৃষি অফিস সহ কিছু অফিসে কর্মকর্তা ও কর্মচারী এই পথ ব্যবহার করে প্রতিনিয়ত অফিসে আসেন। এই পথে হলো এসব অফিসের প্রধান প্রবেশ রাস্তা হিসেবে ব্যবহার হয়।
বিভিন্ন অফিসে কর্মচারীরা বলেন, এই স্থানের পানি নিষ্কাশন এখনো ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টি হলেই আমাদেরকে নানা রকমের সমস্যার মধ্যে পড়তে হয়। পাশ দিয়ে পানি নিষ্কাশনের ডেন থাকলেও তার সাথে সংযোগ না থাকায় বছরে পর বছর এভাবেই আমরা কষ্ট করে যাচ্ছি। তাই খুব দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাই।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম, নূর হোসেন নির্ঝর জানান, আমি গত বৃহস্পতিবার সরজমিন ঘুরে দেখেছি উপজেলা চত্বরের পানি যে দিক দিয়ে পানি প্রবাহিত হতো সেই নালাটি উপজেলা প্রাণিসম্পদ অফিসের কাছে মাটিতে পানি নামার মুখ বন্ধ হয়ে যাওয়ার । এ কারণে এই সমস্যাটি হয়েছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই নতুন করে ড্রেন তৈরি করে সকল পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew