ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের কো- অর্ডিনেটর শামছুল আলম এর উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের সভাপতি সাইদুর রহমান। জানা যায়, খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ২৫০ জনের থাকার ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ৬৬ টাকা। সেখানে এতিম অসহায় শিশু ও বৃদ্ধরা নিরাপদে বসবাস করতে পারবেন । প্রতি তলায় দুই প্বার্শে ওয়াস রুমসহ নামাজের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ কো- অর্ডিনেটর মসলেম আলী ফকির।
বক্তব্য রাখেন সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল,তত্বাবধায়ক শাহদৌলা আল মুনসুর, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা প্রমুখ। উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক সামশুদ্দিন সমেশ ডাক্তার এর সহধর্মিণী মেহেরুন্নেছা,গড়গড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুদ করিম টিপু, বাঘা প্রেস ক্লাবের সদস্য , সাংবাদিক আমানুল হক আমান,আসলাম আলী, গোলাম তোফাজ্জল কবীর মিলন, ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার তানজির রহমান, মেডিকেল রেজিস্ট্রার আল আমিন,আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক শাকের ইসলাম প্রমুখ। শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আল মামুন। ফাউন্ডেশনের কো_অর্ডিনেটর শামসুল আলম জানান, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। দুইজন এমবিবিএস চিকিৎসক চিকিৎসা দিবেন। প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে অন্তত তিনদিন স্থানীয় লোকজন চিকিৎসা সেবা নিতে পারবেন। তাদেরকে ঔষধ দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে মৃত্যু শয্যায় শায়িত,সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক সামশুদ্দিন সমেশ ডাক্তার। প্রতিষ্ঠানটি গড়তে গিয়ে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তবুও হাল না ছেড়ে স্ত্রীর ও বিশিষ্টজনদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। সেখানে ঠাই পেয়েছে এতিম ও সুবিধা বঞ্চিত ১২৩জন শিশু এবং ৪৪জন বয়োবৃদ্ধরা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew