ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে দুর্গা বিসর্জনকে কেন্দ্র করে প্রতিবছরের অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী দুর্গা বিসর্জন মেলা। প্রতি বছরের ন্যায় এবছর ঐতিহ্যবাহী মেলায় বসে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে।
গত (১৩ অক্টোবার) রোববার বিকাল ৩টায় বসে এই মেলা। মেলায় নিত্যপ্রয়োজীয় জিনিসপত্রের দোকানের পাশাপাশি বসে হরের রকম মুখরোচক খাবারের দোকান।
দেবী দুর্গা বিসর্জন দেখতে আসা মানুষদের মধ্যে সবচেয়ে বেশি উপস্থিতি লক্ষ করা যায় স্থানীয় আদিবাসীদের। তারা স্বপরিবারে উপস্থিত হয়ে নাচ,গান আনন্দ উল্লাসের মধ্যদিয়ে উপভোগ করে থাকেন দুর্গা বিসর্জন মেলা। আর তাদের অংশগ্রহনের নৃত্য দেখতে ভিড় করেন স্থানীয় সব ধর্ম,বর্ণের লোকজন।
স্থানীয় দূর্গা বিসর্জন কমিটির সদস্য সম্ভু প্রসাদ বলেন, আদিবাসীদের কথা চিন্তা করে, তাদের আনন্দ উপভোগের কথা চিন্তা করে সরকারী কলেজের পাশে ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয় প্রায় সন্ধ্যার সময়। আমরা চাই সবার অংশগ্রহনের আমাদের প্রতিমা বিসর্জন হউক। তাই একটু দেরি হলেও সকলের সাথে ভ্রাতিত্ববোধের মধ্যদিয়ে দুর্গা বিসর্জন করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew