ধূমকেতু প্রতিবেদক : পবার বিলনেপালপাড়া স্কুলমাঠে আয়োজিত দিনব্যাপি ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বাথানবাড়ী যুব সংঘকে ৩-১গোলে হারিয়ে আলীগঞ্জ ইউনাইটেড চাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্ককার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, ফুটবল একটি জনপ্রিয় খেলা। এই খেলা এক সময় বাংলাদেশের আনাচে কানাচে হতো। কিন্তু সময়ের বিবর্তনে এবং ক্রীকেটের যুগে এই খেলাটা অনেকটাই ভাটা পড়েছে। আগে মানুষ বিকেল হলেই মাঠে চলে আসতো ফটুবল খেলতে। সেই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আসতে ফুটবলে বেশী বেশী পৃষ্ঠোপোষকতা কারার পরামর্শ দেন।
তিনি বলেন, ক্রীড়ার মাধ্যমে একটি দেশকে যেমন দ্রæত সময়ে বিশে^র দরবারে পরিচিত করা যায়, তেমনি যুবসমাজকে মাদক থেকে মুক্ত রাখা যায়। বর্তমান ডিজিটাল যুগে যুবসমাজ মাঠে আসা ভূলে গেছে। তারা আড্ডা এবং হাসতে ভূলে গেছে। এজন্য সর্বদা মোবাইলে বুদ হয়ে না থেকে বিকেলে মাঠে এসে খেলাধুলা করার আহŸান জানান তিনি। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন শরীর গঠন হয়, তেমনি মুক্ত চিন্তা ও বড় মনের মানুষ হতে শেখায়।
তিনি আরো বলেন, এই মাঠে তিনি অনেক বার এসেছেন। পূর্বে তিনি বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দেও সাথে আসতেন। এজন্য এই বিলনেপালাপাড়া মাঠ তাঁর অনেক পরিচিত উল্লেখ করে আগামীতেও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করার জন্য আয়োজকদের আহবান জানান। সেইসাথে তাদের ধন্যবাদ জানান এবং এই ধরনের আয়োজনে তাঁর সর্বদা সহযোগিতা থাকবে বলে উল্লেখ করেন মিলন। বক্তব্য শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার ও নগদ অর্থ বিতরণ করেন।
শনিবার পবার বিলনেপালপাড়া চাষী রহিম বখশ্ একাডেমি মাঠে আয়োজিত দিনব্যাপি ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, পবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা সুলতান আহমেদ, দর্শনপাড়া বিএনপি’র আহŸায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল ইসলাম।
এছাড়া দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আয়নাল হক, যুগ্ম আহবায়ক মোরশেদ আলী, জেলা যুবদলের সদস্য শহিুদল ইসলাম, দর্শনপাড়া কৃষক দলের সভাপতি আকমল হোসেন, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, পবা উপজেরা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আকতারুজ্জামান, দর্শনপাড়া ইউনিয়ন যুবনেতা আমজাদ হোসেন ও রফিকুল ইসলাম, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান ও দর্শনপাড়া ছাত্রদলের যুগ্ম আহবায়ক মানিক আলীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য টুর্নামেন্টে মোট আটটি দল অংশ গ্রহন করে। টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়ার নির্ভাচিত হন বাতানবাড়ি যুব সংঘের আবু বকর, সর্বোচ্চ গোলাদাাত হন আলীগঞ্জ ইউনাইটেড এর আহাদ আলী এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন আবু রায়হান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew