IMG-LOGO

রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া নিষিদ্ধ পলিথিন এর ছড়াছড়ি নিরব প্রশাসনরাজশাহীতে বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে সাবেক সেনা সদস্যেকে প্রাণনাশের অভিযোগকুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধারআজ মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীচালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ গ্রেপ্তারগাজাজুড়ে ইসরাইলি হামলা. নিহত ৪৩ ফিলিস্তিনিবাঘায় কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা‘গুমের শিকার পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়ে বিবেচনা করছি’মোহনপুরে বীজ আলুর সংকট নিরসনে জরুরি সভাযুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় প্লেনের গায়ে গুলিবাঘায় জিয়া পরিষদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনরায়গঞ্জের আঞ্চলিক মহাসড়কে মরা গাছের ডালে প্রাণহানির আশঙ্কা এলাকাবাসীঐশ্বরিয়া-অভিষেকের সংসার ভাঙন নিয়ে নির্মাতা নিখিলের গোপন তথ্যপল্লবীতে ২ ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টামহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে সাবেক সেনা সদস্যেকে প্রাণনাশের অভিযোগ

রাজশাহীতে বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে সাবেক সেনা সদস্যেকে প্রাণনাশের অভিযোগ


ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অনধিকারভাবে জমিতে প্রবেশ করে চাঁদা দাবি, জমির কাজ বন্ধ করে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক কাউন্সিলর মো: টুটুল ও তার বোনদের বিরুদ্ধে।

রোববার (১৭ নভেম্বর) বেলা ১২ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হলরুমে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাবেক এই সেনা সদস্য।

লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী তেরোখাদিয়া ডাবতলার মোড় এভারগ্রীণ টাওয়ারের সভাপতি ও অবসারপ্রাপ্ত সেনা সদস্য মো: সুজাউদ্দৌলা।

তিনি বলেন, বিগত ২০২১ সালে ২৭ জন মিলে ১৪ নম্বর ওয়ার্ড ডাবতলা এলাকায় খতিয়ানের মাধ্যমে একখন্ড জায়গা ক্রয় করি। গত ১৬ নভেম্বর ওই জমিতে বিল্ডিং তৈরির উদ্দেশ্যে মাটি কাটার কাজ শুরু করলে সাবেক কাউন্সিলর মো: টুটুল, তার বোন শাহানাজ বেগম, তাজমা বেগম সহ ২০/২৫ জন লোক অনধিকার ভাবে জমিতে প্রবেশ করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে বিল্ডিং তৈরির কাজ বন্ধ করে হৈ চৈ শুরু করে ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আমাকে শারীরিকভাবে হেনস্তা করে।

তিনি বলেন, এ জমিতে বিল্ডিং তৈরি করা হলে রক্তের বন্যা বইয়ে দেওয়া হবে এবং বার বার আমাকে প্রাণনাশের হুমকি দিতে থাকে তারা। এমতাবস্থায় ওই দিনই এ বিষয়ে থানায় একটি অভিযোগ করি। এর আগে বহুবার এ জমি নিয়ে আমার সাথে ঝামেলা করতে থাকে তারা। এ ঘটনায় কোর্টে একটি মামলাও দায়ের করেছি। সেখানে তারা কোনোরকম কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি আরও বলেন, তাদের কাছে জমির সঠিক কাগজপত্র না থাকায় আইনগতভাবে তারা আমার থেকে জমিটি নিতে পারছেন না। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে তারা জোরপূর্বক জমির কাজ বন্ধ করে দিতে চাইছে এবং তা না হলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করছে৷ এমতাবস্থায় আমি প্রাণনাশের আশঙ্কায় রয়েছি। প্রশাসনের প্রতি আকুল আবেদন, যতদ্রুত সম্ভব এদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তেরোখাদিয়া ডাবতলার মোড় এভারগ্রীণ টাওয়ারের সদস্য মোস্তাফিজুর রহমান, বিপ্লব কুমার ঘোষ (বাবলু) প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news