ধূমকেতু প্রতিবেদক : রেলওয়ে রাজশাহীর প্রকৌশলী বিভাগের কর্মচারী (অবঃ), রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় অতিঃ সাধারন সম্পাদক, প্রবিন শ্রমিক নেতা মনোয়ার হোসেন মনো,৩০ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১০ টায় রাজশাহী রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহি রাজেউন)
মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
মৃত্যুকালে স্ত্রী,দুই ছেলে,নাতি- নাতনী, পাঁচ ভাইসহ বহু গুনাগ্রহী রেখে গেছেন।
১লা ডিসেম্বর বাদ যোহর, নগরীর রেলগেট গোরহাঙ্গা মসজিদে নামাযে জানাজা শেষে তাকে গোর হাঙ্গা গোরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমদের জানাযায়,রেলওয়ে জাতীয়তাবাদি দল(বিএনপি)র কেন্দ্রীয় সভাপতি মেঃ রফিকুল ইসলাম ও রেল শ্রমিক ইউনিয়নে রাজশাহী রেলওয়ে শাখার সভাপতি মনিরুজ্জামান খান মনির ও সংগঠনটির নেতা কর্মিসহ বহু গুনাগ্রহীরা উপস্থিত ছিলেন।
মরহুম মনোয়ার হোসেন মনো তার কর্মজীবনের পাশাপাশি একাধারে ছিলেন,রেলওয়ে শ্রমিকদের অধিকার আদায়ের অগ্রনী সৈনিক।এছাড়া তিনি ছিলেন একজন নাট্য শিল্পি,নাট্যকার ও নাট্য প্রযোজক।
এছাড়া তিনি একাধিক সামাজিক সংগঠনের গুরুত্ব পদে থেকে নেতৃত্ব দেন।
★রাজশাহী এসোসিয়েশনের আজীবন সদস্য
★সদস্য রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সদস্য।
★বিশেষ শ্রেনির নাট্যশিল্পি বাংলাদেশ বেতার, রাজশাহী।
★কার্যকরী সভাপতি রেলওয়ে নাট্যগোষ্ঠী, রাজশাহী; (রেনাগোরা)।
★নাট্য প্রযোজক বাংলাদেশ বেতার, রাজশাহী।
★সাধারন সম্পাদক বেতার নাট্যকার নাট্যশিল্পি সংসদ, বাংলাদেশ বেতার, রাজশাহী।
★ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল, কেন্দ্রীয় কমিটি।
★ রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অতিঃসাধারন সম্পাদক ছিলেন
★Fencing mate at Bangladesh Railway
★রেল শ্রমিক ইউনিয়নের শোক:-
রাজশাহী রেলওয়ে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পক্ষ থেকে, সংগঠনটির রাজশাহী রেলভবন শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান খান মনির, সহ-সভাপতি আইয়ুব হোসেন ও সম্পাদক মোঃ ইদ্রীস আলী এক যৌথ বিবৃতিতে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্ততপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew