ধূমকেতু প্রতিবেদক,আনোয়ারা : আনোয়ারায় অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১ডিসেম্বর) ভোররাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের
৬ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের বাড়িতে এঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মোঃ করিম, মোঃ ইলিয়াছ, জেবল হোসেন ও আক্তার হোসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসলেও তার আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান স্থানীয়রা। এতে চার পরিবারে ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মো ফরহাদুল ইসলাম জানান, রাতে মানুষের চিৎকারে ঘুম থেকে উঠে আগুন দেখতে পায়, মো ইলিয়াসের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সব পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মো. ইলিয়াছ জানায়, রাতে ঘরে হঠাৎ আগুন দেখে কোন রকম পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বের হই। আগুনে আমার নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনর্চাজ মংসুইনু মারমা বলেন, আগুনের খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌছায়। কিন্তু তার আগেই সব পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew