ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ধাদাস মধ্যপাড়া জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৯-১২-২০২৪) বিকেলে ৪ টার সময় উপজেলার বেলপুকুর থানাধীন কামারধাদাশ গ্রামে এই ঘটনাঘটে। স্থানীয়সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পরে গত ( ২২ -১১-২০২৪ ইং) শুক্রবার রাতে বিজিবির অবসর প্রাপ্ত সদস্য এরাজ উদ্দিনকে সভাপতি করে ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়৷
তবে এই কমিটি কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য আনোয়ার হোসেন গতা শুক্রবার মসজিদে জুম্মার নামাজ শেষে পরিকল্পিত ভাবে মসজিদ কমিটির সভাপতি এরাজ উদ্দিনকে বিভিন্নভাবে হয়রানি মূলক প্রশ্ন করতে থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন পূর্বে বিএনপির সাথে সম্পৃক্ত থাকলেও পরবর্তীতে এ
সে আওয়ামী লীগের হয়ে এলাকায় বিভিন্ন সময় প্রভাব বিস্তার করে চলেছে। এখন আবার পুনরায় বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে এলাকায় পূর্বের দাপটেই চলাফেরা করছে বলে জানান স্থানীয়রা।
এছাড়াও গত জাতীয় নির্বাচনে আওয়ামিলীগ মনোনিত সতন্ত্রপ্রার্থী ওবায়দুর রহমানের পক্ষে ভোটের প্রচার প্রচারনায় করে প্রকাশ্যে ।
তারই ধারাবাহিকতায় গত শুক্রবার জুম্মার নামাজ উপস্থিত একাধিক ব্যক্তি জানান, নামাজ শেষে সভাপতি এরাজ উদ্দিন কমিটির বিষয়ে আলোচনার জন্য বসার অনুরোধ জানান৷ সেই মোতাবেক নামাজ শেষে বেশিরভাগ মুসল্লি মসজিদে অবস্থান নেয়। পরে সভাপতি মসজিদ পরিচালনা কমিটির সকলের নাম রেজুলেশন খাতায় নথিভুক্ত করতে গেলে এক পর্যায়ে আনোয়ার তর্ক শুরু কলে পরিস্থিতি তখনি খারাপ হয়ে ওঠে এমন সময় আনোয়ারের সাথে থাকা নাহিদুল সহ বেশ কয়েকজন ক্যাশিয়ার পদে নিযুক্ত হওয়া আলীকে মারার জন্য তেড়ে যায়৷ পরিস্থিতির অবনতি দেখে ক্যাশিয়ার আলীকে লোকজন তার বাড়িতে ঢুকিয়ে দিয়ে তালাবদ্ধ করে নিরাপত্তা দেন৷
সে সময় তারা অকাট্য ভাষায় গালাগালি করেন এবং হত্যার হুমকি দেয় ৷ পরে বিকেলে মোড়ের উপরে পূনরায় উত্তেজনা শুরু হয়৷ আনোয়ার হোসেন ও তার লোকজন এসে জড়ো হয়ে বিশৃংখলার চেষ্টা করতে গেলে মসজিদ কমিটির পক্ষের লোকজন বের হলে আনোয়ার তার লোকজন নিয়ে পালিয়ে যায় ৷ যাবার সময় আনোয়ার হোসেনের লোকজন আলী, , হোসেন সহ কয়েক জনের প্রকাশ্যে রগ কেটে দেয়ার নির্দেশ দেন প্রকাশ্যে। সে সময় করিম নামের একজন আহত হন। তিনি থানায় একটি অভিযোগ দিয়েছেন৷ এছাড়াও এই ঘটনায় উভয় পক্ষের দুজন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। তবে
মসজিদ কমিটির সভাপতি এরাজ উদ্দিন বলেন, গত শুক্রবার হুজুরের বয়ান শেষে আমি মুসল্লী সবাইকেই কমিটির রেজুলেশন এর নাম ভুক্ত করনের জন্য বসার আমন্ত্রণ জানাই। নামাজ শেষে মুসল্লীরা আমার ডাকে সাড়া দিয়ে মসজিদে অবস্থান নেই। কমিটির কার্যক্রম শুরু করতে আনোয়ার হোসেন কমিটির সদস্যদের নামকরণ নিয়ে বিভিন্ন হিংসাত্মক মূলক কথা বলেন এমন সময় আমি বলি নামকরণ তো এখনো শেষ হয়ে যায়নি আপনার যদি কারো নাম দেওয়া ইচ্ছা পোষণ করেন সে ক্ষেত্রে আপনি নাম দিতে পারেন আমি নাম গোলাম নথিভুক্ত করব। কিন্তু তারা আমার কোন কথা শুনেনা দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করেন। আমি সেখান থেকে চলে আসি পরবর্তীতে জানতে পারি আমি আসার পরে বিকেল চারটার দিকে আরও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।
আনোয়ার হোসেন জানান, আমি মসজিদ কমিটিকে প্রশ্ন করেছিলাম ৬৪ সদস্য বিশিষ্ট কোন কমিটি কি হয় আমার এটা জানা নেই। আমি এ বিষয়ে প্রশ্ন করেছি এবং কমিটির অনেক সদস্য আছে যারা জানেনা তারা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে এর কারণটা কি আমি মূলত এটাও জানতে চেয়েছি এটাই ছিল আমার মূল অপরাধ। আর রাজনীতির বিষয়টা আমি পূর্বে ও বিএনপি সঙ্গে জড়িত ছিলাম বর্তমানেও জড়িত আছি তবে আমি দীর্ঘদিন আমি লীগের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের কর্মচারী হিসেবে কাজ করতাম যেমন পুঠিয়া উপজেলা মডেল মসজিদের কাজের সময়ও আমি সেখানকার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছে এটা শুধু আমার কর্মের দিক দিয়েই তার সাথেই সম্পর্ক রাজনৈতিকভাবে তার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। ওবায়দুর রহমানের হয়ে ভোটের মাঠে কাজ করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমি কোন সময় তার সঙ্গে ভোটের মাঠে কাজ করিনি যদিও করে থাকি হয়তো বা আমি ওবায়দুর রহমানের কর্মচারী হিসেবে ওই স্থানে উপস্থিত।
বেলপুকুর থানার ওসি আব্দুল রাজ্জাক, বিষয়টি আমরা মীমাংস করে দিয়েছি। এছাড়াও এ বিষয়ে মামলা নথিভুক্ত না হওয়ার কারণ জানতে চাইলে বলেন, বিষয়টি মামলা দায়ের করার মত ঘটনা ঘটেনি সেজন্য আমরা মামলা হয়নি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/