ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানের যাত্রী একজন মহিলা নিহত ও ভ্যান চালক আহতের ঘটনা ঘটেছে।
আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে পুঠিয়ার কৃষ্ণপুর গোপালহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদা বেগম (৪৫) চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকার মোঃ বাচ্চুর স্ত্রী।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, চাপাই থেকে ছেড়ে আসা যশোরগামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৪৩) দ্রুতগামী যাত্রবাহী বাসটি সকাল সাড়ে ৮ টার দিকে পুঠিয়ার গোপালহাটি এলাকায় এসে পুঠিয়া বাজারে যাওয়া একটি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে নিয়ে রাস্তার ধারে আম গাছের সাথে বাসটি আটকে যায় এতে গাছের সাথে যাত্রীবাহি বাসটি আটকালে অনেক হতাহাতা থেকে রক্ষা পেলেও ভ্যানের যাত্রী মাজেদা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
নিহত মাজেদাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তার আত্মীয়-স্বজন আসলে আবেদনের মাধ্যমে কি করা হবে সেটা দেখা হবে। বাসটি ঘটনাস্থলে আছে। ডাইভার ও হেলপার পালিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/