ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ী থেকে মৃত নইমুদ্দিন মাস্টারের বাড়ী হয়ে মিরের দেউলমূড়া ছয়আনী ব্রীজ পর্যন্ত রাস্তাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনেও রাস্তাটি পাকা করা হয়নি। ফলে যাতায়াতের চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে গ্রামবাসীকে। বিশেষ করে শিক্ষার্থী ও বৃদ্ধদের।
রাস্তাটির মাঝে মাঝে ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখন বৃস্টি না থাকায় কস্ট করে যাতায়াত করা গেলেও বর্ষার সময় একটু বৃস্টি হলেই সৃস্টি হয় পানি আর কাঁদা। ফলে ইজিবাইক, অটোভ্যান, অটোরিক্সা ও সিএনজিসহ কোনও যানবাহনই এ রাস্তা দিয়ে সহসাই যেতে পারে না। তাছাড়া যাতায়াতের কোনো পরিস্থিতিও থাকে না। অত্র গ্রামবাসী বিভিন্ন কাজে প্রতিনিয়ত এই রাস্তাটি দিয়েই চলাচল করে থাকেন। কিন্তু রাস্তাটি পাকা না হওয়ায় যাতায়াত করতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে হাজারো মানুষকে।
এমতাবস্থায় জনস্বার্থে উক্ত এক কিলোমিটার রাস্তাটুকু পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew