ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার বিজয় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপ ধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের সকল কার্যক্রম আরম্ভ হয়েছে।
পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে মহান বিজয় উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, বাগমারা থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রেজাউল করিম রুবল, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মোবারক হোসেন, প্রদীপ কুমার সিংহ, শামসুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল্লাহ নেওয়াজ, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক,পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরু বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew