ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহী পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারের বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা, বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পুঠিয়া উপজেলা ও পৌর শাখার সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে- আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে শুরু হয়। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্বে করেন পুঠিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পুঠিয়া পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শাহ্ এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন লাবীব।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য-সাবেক কোষাধ্যক্ষ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি গোলাম মোস্তফা এবং প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার রহমান ভুট্টো।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারুক রায়হান, যুগ আমায়ন, কেশরী জেল যুবদল। নেফাউর রহমান সুমন, সাবেক আহ্বায়ক, পুঠিয়া পৌর যুবদল। শামসুদ্দোহা খান বাবু, সাবেক যুগ্ম সম্পাদক, রাজশাহী। আলিফ হোসেন দ্বীপ, সাবেক সদস্য পুঠিয়াপৌর যুবদল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পুঠিয়া উপজেলা ও পৌর শাখার সাবেক নেতৃবৃন্দ।
বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা, বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew