ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা সদরে একরাতে সরকারি ডাকবিভাগের পোস্ট অফিস ও বেসরকারি এনজিও সিসিডিবি’তে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
দুই প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায়, চুরির ঘটনায় বেসরকারি এনজিও সিসিডিবি থেকে ৯০ হাজার টাকা ও একটি ল্যাপটপ নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। অপরদিকে পোস্ট অফিসে ঢুকে প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করা হলেও কোন টাকা পয়সা পাইনি চক্রটি। পোস্ট অফিস কার্যালয়ে জানালা ও পকেট গেট ভেঙে এ চুরি সংঘটিত হয়। আর সিসিডিবি অফিসে ঢুকে নাইট গার্ডকে একটি কক্ষে হাত-পা বেঁধে রাখে।
পোস্ট মাস্টার গোলাম মোহাম্মদ আরাফাত জানান, তার অফিস থেকে কিছু চুরি হয়নি। তবে অফিসিয়াল কাগজপত্র তছনছ করেছে একটি আলমারি ও ভোল্ট ভেঙ্গে ফেলেছে। মূলত তারা অফিসের ড্রয়ারে নগত টাকা খুঁজছিল। গতকাল আমি অফিস শেষে টাকা পয়সা থানাতে জমা দিয়ে এসেছি। সকালে অফিসে আসার সময় থানা থেকে টাকা পয়সা নিয়ে আসি।
সিসিডিবি শাখা ব্যবস্থাপক নরোত্তম কুমার পাল জানান, চোর চক্রটি অফিসের পিছনের প্রাচীর টপকে রাত ৩টা পর অফিসের পকেট গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমেই নাইট গার্ডকে ধারল অস্ত্র ধরে হাত-পা বেঁধে উলঙ্গ করে একটি কক্ষে আটকে রাখে। তারা ব্যবস্থাপকের রুম, ম্যানেজারে রুম ও হিসাব রক্ষকের রুমের সমস্ত টেবিলের ড্রয়ার থেকে শুরু করে আলমারিতে রাখা ফাইল তছনছ করে ফেলেছে। অফিসে রাখা নগদ ৯০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও স্টাফদের এর দুটি ব্যাগ নিয়ে গেছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, থানা পুলিশ পোস্ট অফিস ও সিসিডিবি পরিদর্শন করেছে। এ ঘটনায় ১টি মামলা হয়েছে। ডিবি এবং থানা পুলিশ তদন্ত করছে। অতি শীঘ্রই তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew