IMG-LOGO

সোমবার, ৩০শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাসন্তানদের শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছেন মায়েরা : মিলনচাঁপাইনবাবগঞ্জে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুমান্দায় সমবায় সমিতির নেতৃবৃন্দেরসঙ্গে ইউএনওর মতবিনিময়‘দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না’‘মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার’বাগমারায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভাপোরশায় ডাকাতী প্রস্তুতিকালে তিন ডাকাত আটক৪৭তম বিসিএসের আবেদন শুরু, আনা হলো কিছু সংশোধনীপোরশায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ‘আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই’রায়গঞ্জে বাড়ছে গরু চুরি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীরঅভিজ্ঞতা ছাড়া নিয়োগ দিচ্ছে ওয়ালটন,ঢাকা কর্মস্থলএবার যুক্তরাজ্যে শাস্তির মুখোমুখি টিউলিপ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সন্তানদের শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছেন মায়েরা : মিলন

সন্তানদের শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছেন মায়েরা : মিলন

ধূমকেতু প্রতিবেদক : নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ সময় ভাল ফলাফল অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয়। ২০২৪ সালে বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণির ছাত্রী রুফাইদা ফেরদৌস সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

এসময় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, সকল শিক্ষা ক্ষেত্রে মেয়েরা এগিয়ে যাচ্ছে। এছাড়াও সন্তান্দের শিক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকার শিক্ষাকে ধ্বংস করে ফেলেছে। এতে কওে দেশে মেধাশূন্যতা দেখা দিয়েছে। পনের বছরে তারা শিক্ষার পাশাপাশি দেশকে তলাবিহিন ঝুগিে পরিণত করেছে বলে উল্লেখ করেন তিনি। এ সময়ে তিনি ভাল ফলাফলকারী শিক্ষার্থীদেও অভিনন্দগ ও শুভেচ্ছা জানান।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনের প্রধান শক্তি। তাই কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাদের স্বার্থ সবার আগে দেখতে হবে। সূচনালগ্ন থেকেই এই বিদ্যালয়টি নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। বিগত বছরের ফলাফল বিবেচনায় বিদ্যালয়ের ফলাফল বরাবরই ভালো। এর ফলস্বরূপ চলতি বছরে উপজেলা পর্যায়ে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অক্লান্ত পরিশ্রমের ফল স্বরূপ শ্রেষ্ঠ শিক্ষক এর মর্যাদা পেয়েছেন। এক্ষেত্রে শিক্ষকদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও সন্তানদের যতœ এসবের জন্যই আজকে শিক্ষার্থীদের চূড়ান্ত সফলতা এসেছে। তিনি বলেন, যারা চোখের জল ফেলতে ফেলতে বীজ বুনে যায়, তারা গান করতে করতে ফসল তুলে আনেন। আজকে আনন্দের সঙ্গে শিক্ষার্থীরা তাদের সফলতার ফসল নিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি আরো বলেন, শিক্ষার্থীরা আরও ভালো করুক, ২০২৫ খ্রিষ্টাব্দ সবার জন্য শুভ হোক। শিক্ষার্থীরা সার্বিক বিকাশে বিকশিত হোক, এটাই সকলের প্রত্যাশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সামসুদ্দীন প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম পিটার ও নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের (সাবেক) প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন।

নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক জাইদুর রহমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’ও সাবেক আহŸায়ক কমিটির সদস্য মামুনুর রহমান জেড, নওহাটা পৌর বিএনপি’র সাবেক আহŸায়ক কমিটির সদস্য শফিকুর রহমান শরিফ, পবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুর্তুজা আলী, নওহাটা পৌর যুবদল নেতা মিজানুর রহমান ও নওহাটা পৌর যুবদলের আহবায়ক সুজন মোল্লা সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক এবং নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news