ধূমকেতু প্রতিবেদক, নাটোর : মালয়েশিয়ায় কাজ করার সুবাদে দীর্ঘ ১৪ বছর প্রেমের সম্পর্ক ছিল মালয়েশিয়ান তরুণী সিটি হাসনার (৩২) সঙ্গে নাটোরের যুবক আনিছ রহমানের (৪২)। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রেম থেকে পরিণয় সূত্রে আবদ্ধ হন আনিছ-সিটি জুটি। এতে করে আনিছের গ্রামের পরিবার পরিজন ও গ্রামবাসির মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে। মালয়েশিয়ান তরুণীর সাথে আনিছের বিবাহ বন্ধনের কথা ছড়িয়ে পরার পর দূর দূরন্তি থেকে অনেকেই আসছে তাদের দেখতে। গত শনিবার (৪ জানুয়ারি) সকালে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় প্রেমিকের বাড়িতে আসেন মালয়েশিয়ার ওই তরুণী। সম্পর্কের বৈধতা দিতে রোববার দুপুরে নাটোর আদালত চত্বরে কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।
এসময় অ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপন তাদের বিয়ের আইনগত কাজ সম্পন্ন করেন। আনিছ রহমান (৪২) নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকার জলিল রহমানের ছেলে। সিটি হাসনা (৩২) মালয়েশিয়ার একটি শহরের বাসিন্দা মশিন জাকরির মেয়ে। যুবক আনিছ রহমানের পারিবারিক সূত্রে জানা যায়, ২০১০ সালে মালয়েশিয়ায় এক কর্মক্ষেত্রে নাটোরের ছেলে আনিছ রহমানের সঙ্গে মালয়েশিয়ান তরুণী সিটি হাসনার পরিচয় হয়। এরপর তাদের মধ্য গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। ৫ বছর আগে পারিবারিকভাবে দু’জনের বাগদান সম্পন্ন হয়। তবে ভিসা জটিলতার কারণে ওই তরুণী বাংলাদেশে আসতে পারেননি। তবে প্রেমের টানে মাঝে মাঝে বাংলাদেশি যুবক আনিছ মালয়েশিয়ায় যেতেন।
অবশেষে ৪ জানুয়ারী শনিবার সকালে ওই মালয়েশিয়ান তরুণী নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর এলাকায় প্রেমিক আনিছের বাড়িতে আসেন। সঙ্গে ছিলেন তার মা। ৫ জানুয়ারী রোববার নাটোর আদালতে তাদের বিয়ে হয়। এব্যাপারে ৩ নম্বর খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি যে মালয়েশিয়া থেকে একজন তরুণী খুবজিপুরে এসেছেন। রবিবারে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জেনিছেন। তাদের দু’জনের জন্য শুভ কামনা ও দোয়া রইলো। প্রেমিক আনিছ রহমান বলেন, ১৪ বছরের প্রেমের সম্পর্ক আমাদের। রবিবারে পারিবারিকভাবে আমাদের দু’জনের বিয়ে সম্পন্ন হয়েছে। আল্লাহপাকের কাছে শুকরিয়া। আমরা দু’জনে অনেক আনন্দিত, দীর্ঘ অনেক সময়ের পর আমাদের প্রেম স্বার্থক হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew