ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : কেন্দ্রীয় জামায়াতের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, সংষ্কার সম্পন্ন করে দেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গোমস্তাপুর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা দেশে কোরআনের আইন চালু করতে চাই।এ জন্য তিনি দলের নেতাকর্মীসহ সকলের সহায়তা কামনা করেন।
বাংলাদেশ জামায়েত ইসলামীর গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখা এ কর্মীসভার আয়োজন করে। উপজেলা আমির ইমামুল হুদার সভাপতিত্বে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের সাবেক এম.পি ও জেলা নায়েবে আমীর অধ্যাপক লতিফুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন , বাংলাদেশ জামায়েত ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সহকারী সেক্রেটারী ও , চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মু. মিজানুর রহমান , চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি (পূর্ব ) মুক্তারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক শাহ আলম, এছাড়া জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জামাত ও শিবিরের নেতাকর্মীরা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew