ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্তী হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি। পুঠিয়া উপজেলা চত্বরে দুইদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শেষ হয়েছে।
রবি ও সোমবার (১২,১৩ জানুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে পুঠিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১২ জানুয়ারি উদ্বোধন করে ১৩ জানুয়ারী শেষ হয়। মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন নিয়ে স্টল তৈরি করে। মেলার স্টল গুলো হলো, বানেশ্বর সরকারি কলেজ, বিড়ালদহ কলেজ, লস্করপুর ডিগ্রী কলেজ, পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়, বিড়ালদহ সৈয়দ করম আলী দারুস-সুন্নাহ ফাজিল মাদ্রাসা, পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজ, ধোপাপাড়া মোহনপুর আলিম মাদ্রাসা, ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়, বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়, ও পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝর এবং পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এছাড়াও মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা ইয়াসমিন সহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী স্টল পরিদর্শন করেন।
নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝর বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনেক মূল্যবান উদ্ভাবন উপস্থাপন করেছে এই মেলায় । এখান থেকেও উদ্ভাবনী অনেক কিছু শিক্ষা গ্রহণ করা যায় বলে আমি মনে করি। কাজের যে প্রতিভা এই প্রতিভা সঠিক বিকাশ করাতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে বলে মনে করি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew