IMG-LOGO

বুধবার, ১৫ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় কৃষকদলের কর্মী সমাবেশবাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলাধামইরহাটে উৎসব মূখর পরিবেশে চারু কারুশিল্প ও বই মেলার উদ্বোধনধামইরহাটে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক গ্রেফতাররায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার চান এলাকাবাসীবরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভামহানগরীতে বিভিন্ন অপরাধের ১৪ জন গ্রেপ্তারগুরুদাসপুরে অপহরণ চক্রের হোতাসহ গ্রেপ্তার ৩মান্দায় অবৈধপন্থায় ২০ বছরধরে চাকরি করার অভিযোগবাগমারায় অধ্যক্ষ জিল্লুর রহমানের বিদায় সংবর্ধনাবাগমারায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালাসাংবাদিক মাসুদের ইন্তেকালরহনপুর রেলস্টেশন পরিদর্শনে রেলপথ মন্ত্রনালয়ের যুগ্ন ও উপসচিবগুরুদাসপুরে পরকীয়ায় প্রবাসীরস্ত্রী ও প্রেমিকের আত্মহত্যালালপুরে শিক্ষার্থীর সাইকেল চুরির সময় চোর আটক,অত:পর গণধোলাই
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা

বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার বাঁইগাছা উচ্চবিদ্যালয়ের দুইজন শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন বহিরাগতদের হামলায় ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছিলেন। বুধবার বেলা ১১ টায় এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে মতবিরোধ দেখা দেয়। স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকদের এই মতবিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত সোমবার সকালে একদল বহিরাগত বিদ্যালয় চলাকালীন সময়ে প্রবেশ করেন। তাঁরা নিজেদের পছন্দের ব্যক্তিদের ব্যবস্থাপনা কমিটিতে রাখার দাবি জানান। এ নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিরোধ দেখা হয়। এক পর্যায়ে বহিরাগতরা ওই বিদ্যালয়ের শিক্ষক জামায়াতের উপজেলা শাখার আমির কামরুজ্জামান (হারুন) ও নূুরুল ইসলাম নামের আরেকজন শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়।

এদিকে এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন। কর্মসূচির বিষয়টি স্থানীয় সংবাদ কর্মীদের জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবক ব্যানারসহ বাঁইগাছা বাজারে ভবানীগঞ্জ- হাটগাঙ্গোপাড়া সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি শুরু করেন। খবর পেয়ে প্রতিপক্ষ ১০-১৫ জন বহিরাগত সেখানে উপস্থিত হন। এসময় উত্তেজনার সৃষ্টি হয়। তাঁরা মানববন্ধন করতে বাধা দেন। এক পর্যায়ে বহিরাগতরা শিক্ষার্থীদের হাত থেকে ব্যানার কেড়ে নেন। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শিক্ষকেরা শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে আসলে তাঁরাও লাঞ্ছিত হন। পরে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ের ভেতরে চলে যান।
শিক্ষার্থী এজাজ আহমেদ, সাজ্জাদ হোসেন, শিমুল, হিমু সহ কয়েক জন অভিযোগ করে জানায়, তারা শিক্ষাঙ্গনে বহিরাগতদের অপতৎপরতা বন্ধ ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। কর্ম সূচিতে বাধা দেওয়াসহ উল্টো তাদের ওপর হামলা করা হয়েছে। এর বিচার দাবি করেছেন তারা। বিদ্যালয়ের শিক্ষক নূরুল ইসলাম বলেন, সহকর্মী জামায়াতের উপজেলা শাখার আমিরসহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। ভয়ভীতি দেখানো হচ্ছে। নাসির নামের এক ব্যক্তির লোকজন এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন।

বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মবকুল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা করা ঠিক হয়নি। সম্প্রতি তারা অফিসে অবৈধ ভাবে প্রবেশ করে শিক্ষকদের লাঞ্ছিত করেছে। নাসির উদ্দীন লোকজন দিয়ে এসব করছেন।

শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার ঘটনায় পরপরই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার সহ বাগমারা থানায় লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন, হামলার ঘটনার খবর পাওয়ার পরই দ্রæত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ করেছে শিক্ষার্থীরা। সেটা বাগমারা থানার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিষয়ে নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া না দেওয়াতে কথা বলা সম্ভব হয়নি। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আকরাম হোসেন বলেন, খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031