ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উপজেলা পর্যায়ে স্কুল ও মাদরাসা খেলাধুলার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপি খেলা শেষে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলায় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে চারটি অঞ্চলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চারটি অঞ্চলের খেলা শেষে উপজেলা পর্যায়ে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুক্তাদির আহম্মদ, একাডেমিক সুপারভাইজার ড.মোহাম্মদ আব্দুল মুমীত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুনছুর রহমান, কাচারী কোয়ালিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল সালাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews