ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবা (১১)কে নওগাঁয় উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪ টার দিকে তাকে উদ্ধার করা হয়। এ সময় প্রেমিক টিকটকার মমিন পালিয়ে যায়।
উদ্ধার হওয়া সুবা মিডিয়ায় জানায়, “টিকটক করতে গিয়েই নওগাঁর টিকটকার মমিনের সাথে তার প্রথম পরিচয় ঘটে। পরে মোহাম্মদপুরে এলে তাদের সাথে প্রথম দেখা সাক্ষাৎ হয়। বেড়ানোর উদ্দেশ্যে নওগাঁয় মমিনের বাড়িতে নিজ ইচ্ছাতেই আসি”। এর আগে সুবার নিঁখোজের বিষয়টি মিডিয়া ও সোশ্যাল প্লাটফর্ম যোগাযোগ ব্যাপক ভাইরাল হয়ে পড়ে।
পরে আজ এক ভিডিও বার্তায় সুবা জানায় নিজের সুস্থতার কথা। ভিডিও বার্তায় সুবা বলেন, আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যেতে চাই।
অন্যদিকে পুলিশ জানায়, পরিবারের লোকজন নওগাঁয় পৌছালে তাদের হাতে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার দুপুরে জানা যায়, নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা যায় নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেযে় সেখান থেকেও পালিয়ে যায় সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ভিডিও ছবিতে দেখা যায় এক ছেলের হাত ধরে ঘুরছে ৬ষ্ঠ শ্রেণির ওই স্কুল ছাত্রী।
এসব তথ্য জানায় মোহাম্মদপুর থানার এডিসি জুযে়ল রানা। তিনি মিডিয়ায় বলেন, সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডাযে়রি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাডি় নওগাঁয় চলে যায় সে।
এদিকে আরজি নওগাঁ থেকে সুবাকে উদ্ধার নিয়ে পুলিশ ও র্যাব টানাটানি শুরু করে। এ নিয়ে উভয় বাহিনীর মধ্যে কিছুটা কথা-কাটাকাটি হয়।পুলিশকে দাবি করতে শোনা যায়, সুবাকে আগে পুলিশ এসে উদ্ধার করেছে। পুলিশ ও র্যাব উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। তবে শেষ পর্যন্ত র্যাব কে দেখা যায় উদ্ধার হওয়া কিশোরী সুবাকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা (টমটম) এ করে প্রধান সড়ক হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে যেতে। সাথে র্যাব সদস্যরা মোটরসাইকেল নিয়ে পেছনে পেছনে চলে যান । এ সময় পুলিশের সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিকী ও অন্য সদস্যদের ফিরে যেতে দেখা যায়।
এর আগে, মাযে়র ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে আরাবি ইসলাম সুবা নিখোঁজ হয়। গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে তিনি নিখোঁজ হয়ে যায়। পরে, সোমবার আদাবর থানায় এ বিষযে় একটি সাধারণ ডাযে়রি করেন তার বাবা ইমরান রাজীব।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews