ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে মাংস বিক্রেতা ইসা আলীকে ৫ হাজার টাকা জরিমানা ও ১৬ কেজি মাংস জব্দ করা হয়েছে। রবিবার সন্ধায় সরাইগাছি মোড়ে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, সরাইগাছি গ্রামের মাংস বিক্রেতা ইসা আলী রোগাক্রান্ত একটি গরু ক্রয় করে সরাইগাছি মোড়ে জবাই করে মাংস বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে তিনি সেখানে উপস্থিত হয়ে সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌসকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে জনগণের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জব্দকৃত ১৬ কেজি মাংশ বিনষ্ট করা হয়েছে। ভবিষ্যতে কেউ যেন খাওয়ার অনুপযোগী মাংস এবং অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রি না করে এ বিষয়ে সব ব্যবসায়ীকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান। #