ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জামায়াতে ইসলামী দলের গনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বেলা ১১ টায় গণসংযোগের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার উদ্দোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য,নওগাঁ জেলা নায়েবে আমীর, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি প্রার্থী ইঞ্জিঃ এনামুল হক।
গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াতের ধামইরহাট উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা রেজোয়ান হোসেন, পৌর শাখার আমির মাওলানা ইসমাইল হোসেন, ১নং ধামইরহাট ইউনিয়ন আমীর মাওলানা ইউনুছার রহমান এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ গণসংযোগে অংশ গ্রহন করেন।
এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক হ্যান্ডবিল বিতরণ ও আসন্ন নির্বাচনে দাড়ি পাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে বিকেল ৫ টায় ধামইরহাট বাজারের ঐতিহাসিক নিমতলী মোড়ে দাড়ি পাল্লা প্রতীকে ভোট প্রার্থনায় পথসভা অনুষ্ঠিত হয়।