চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ
মঙ্গলবার(০৭ অক্টোবর ) রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে প্রবীন হিতৈষী সংঘ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন,সাবেক অধ্যাপক আজিজুর রহমান, বিশিষ্ট শিল্পপতি গোলাম মোহাম্মদ ফিটু, উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ , মহন্ত মহারাজ ক্ষিতীশ চন্দ্র আচারি, ইফার সাবেক ডিডি সুলতান আহমেদ,সংগঠনের সদস্য সচিব সালেহ উদ্দিন বাবলু মাষ্টারসহ অন্যরা।এছাড়া দিবসটি উপলক্ষে একটি র্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।