ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযন্তে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে পালিত হলো ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবটি পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ হিতৈষী সংঘের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ্ব আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) রিফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. খুরশিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোহা: রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মকবুল হোসেন।
এর আগে একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।#