ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন প্রবীণ শিক্ষক মহাদেবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সুবেন চন্দ্র বর্মন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মহাদেবপুর কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার শেষকৃত্য অনুষ্ঠাপনে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে সুবেন চন্দ্র বর্মনের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানী ইসরাইল, দোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মকবুল হোসেন, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল, খাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দেওয়ান আব্দুস সবুর মো: নকিব, বাগডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউন নবী প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার বিকাল ৫টা ২০ মিনিটে শালগ্রাম নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিনপুত্র, নাতি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সুনামের সাথে চাকুরী জীবন শেষ করে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তাঁর এ মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।#