ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০গ্রাম হেরোইনসহ দুইজনবে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ( ২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পদ্মা নদী থেকে তাদের গ্রফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে গোলাম মোস্তফা(৪৬) ও নোমান আলী মন্ডলের ছেলে আব্দুর রশিদ(৪০)।
গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুইজন ব্যক্তি নৌকায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পদ্মা নদীর ধারে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে গোলাম মোস্তফার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজার করার ব্যাগের ভিতর হতে ৫টি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম হেরোইন-সহ তাদেরকে গ্রেফতার করে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ও অজ্ঞতানামা ২/৩ জন অভিযুক্তদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক(ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন,তারা দীর্ঘদিন যাবত পুরিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বাকিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত আছে।



