ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় আয়োজিত “গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেফটি” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (৩০ অক্টোবর) উপজেলা পরিষদের হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়ন করেন।
মোহনপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারি পরিচালক আয়শা খাতুনসহ উপজেলার মৎস্য চাষীরা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জলাশয় ব্যবস্থাপনা, মাছের খাদ্য নিরাপত্তা, ওষুধের সঠিক ব্যবহার এবং পরিবেশবান্ধব মৎস্য চাষ পদ্ধতি সম্পর্কে বাস্তবমুখী দিকনির্দেশনা জানতে পারেন।


