ধূমকেতু নিউজ ডেস্ক : স্বেচ্ছাসেবক দল শেরপুর জেলার ৪টি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া দিনাজপুরে সংগঠন থেকে একজনকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৫ জুন) সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দফতর সম্পাদক রফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম ও স্বেচ্ছাসেবক দল শেরপুর জেলা নেতৃবৃন্দের যৌথ সভায় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা ও নকলা উপজেলার আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ কমিটি দুটির অনুমোদন করেন। এছাড়াও নির্দেশ মোতাবেক শেরপুর জেলার সদর উপজেলা ও সদর পৌর শাখার কমিটি কেন্দ্রীয় দফতর থেকে অনুমোদিত ও প্রকাশিত হয়।।
শেরপুর জেলার অনুমোদিত ইউনিট কমিটিগুলো হলো-
১. শেরপুর সদর উপজেলা- আহবায়ক : মো. হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব : রাইসুল ইসলাম অপু, যুগ্ম আহ্বায়ক-১ আকমল হোসেন বিপুল, ২. মো. বিল্লাল হোসেন, ৩. মো. জাহিদ হাসান, ৪. মো. এনামুল হক রাজু ৫. মো. সোহেল রানা নাদিম, ৬. মো. আব্দুল্লাহ আল মামুন, ৭. মো. সানোয়ার, ৮. মো. মিনাল আহম্মেদসহ ৩১ সদস্যের কমিটি।
২. শেরপুর শহর শাখা- আহ্বায়ক : মো. সাইদুল ইসলাম সানি, সদস্য সচিব : মো. সবুজ মিয়া, যুগ্ম আহবায়ক- ১ মো. হযরত নোমান নয়ন, ২ মো. কামরুজ্জামান মনি, ৩ মো. রাকিবুল হাসান লিখন, ৪ মো. এনায়েত করিম, ৫. মো. সৈয়দ ইয়াসিন, ৬ মো: মুকুল মিয়া, ৭. মো: তাসরীফ হোসাইন রাব্বি, ৮. মো. ইমরান হাসান বিপু, ৯ মো. শামীম আহম্মেদসহ ৩১ সদস্যের কমিটি।
৩. নালিতাবাড়ি উপজেলা- আহ্বায়ক : মো. নুরুজ্জামান খোকন, সদস্য সচিব : মো. খোরশেদ আলম তালুকদার বুলবুল, যুগ্ম আহবায়ক- ১. মো. শরাফত আলী খান, ২. মো. হাফিজুর রহমান, ৩. মো. কামরুজ্জামান সজিব ৪. মো. রুবেল মিয়া, ৫. মো. আব্দুল জব্বার, ৬. মো. আসাদুজ্জামান মানিক, ৭. মো. সাইফুল ইসলাম বকুল ৮. মো. বিল্লাল হোসেন, ৯. মো. আবুল হাসেমসহ ৩১ সদস্যের কমিটি।
৪. নকলা উপজেলা- আহ্বায়ক : মো. মোবারক হোসেন মিন্টু, সদস্য সচিব : মো. জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক- ১.মো. শেখ ফরিদ ২. মো. মর্তুজ আলী ৩. মো. আজিজুল হক, ৪. মো. মনিরুল ইসলাম, ৫. মো. জাহাঙ্গীর সরকার, ৬. মো. দিদারুর আলম, ৭. মো. আব্দুস সাত্তার, ৮. মো. আশিকুর রহমান চঞ্চল, ৯. মো. টনি সরকার সহ ৩১ সদস্যের কমিটি।
ঘোষিত কমিটিগুলোকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দিনাজপুর জেলা শাখার অধীন খানসামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মোবাশ্বের হক সরকার মুক্তিকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং একই সঙ্গে ১ নম্বর যুগ্ম আহবায়ক মো. তোফাজ্জল হোসেন বাবুকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এ সিদ্ধান্ত অনুমোদন করেন।