ধূমকেতু নিউজ ডেস্ক : নেটফ্লিক্সে যোগ হলো আরো একটি নতুন ফিচার। এখন থেকে সেখানে দেখা যাবে টিকটকের মতো ছোট ভিডিও। তবে এটি শুধুমাত্র ছোটদের বিনোদনের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘কিডস ক্লিপ’।
মূলত এ ফিচারটি স্বল্প বয়সীদের কাছে প্লাটফর্মের আকর্ষণ বাড়াতে এ উদ্যোগ নিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।
‘কিডস ক্লিপ’- পাওয়া যাবে নেটফ্লিক্সের আইওএস অ্যাপে। বিনোদনে ভরপুর ছোট ছোট অনেক ভিডিও সেখানে পাওয়া যাবে। নতুন ভিডিওর জন্য নেটফ্লিক্সের লাইব্রেরিতে গিয়ে সার্চ করতে হবে। এখানে সাধারণ ভিডিও ক্লিপ ছাড়াও পাওয়া যাবে সিনেমার ছোট ছোট ক্লিপ। ভিডিওগুলো মূলত ছোটদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে বা হবে। ক্ষুদে দর্শকদের কথা চিন্তা করে প্রতিদিনই নতুন নতুন ভিডিও ক্লিপ আপলোড করা হবে।
জায়ান্ট ওটিটি প্লাটফর্ম কোম্পানিটি বিভিন্ন বিষয়ের মজাদার ভিডিও রাখবে তাদের নতুন ফিচারে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যারা মূলত টিকটক কিংবা ইউটিউবে কম সময়ের ভিডিও ক্লিপ দেখতে পছন্দ করেন তাদের জন্য নেটফ্লিক্স কর্তৃপক্ষের এ উদ্যোগ।
চলতি বছরের শুরুতে ‘ফাস্ট লাফ’ নামে একটি ফিচার বাজারে এনেছিল নেটফ্লিক্স। দর্শকদের জন্য সেখানে রাখা হয় হাসির ভিডিও ক্লিপ। এ ছাড়া জনপ্রিয়তার ভিত্তিতে র্যাংকিংয়ের মাধ্যমে সেরা ভিডিও দেখার সুযোগও করে দিয়েছিল সংস্থাটি। যাতে করে নিজেদের পছন্দ অনুযায়ী ভিডিও বেছে নিতে পারেন দর্শক।
সংস্থাটি জানায়, আগামী সপ্তাহ থেকে আমেরিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশ, কানাডা ও অস্ট্রেলিয়ার নেটফ্লিক্স গ্রাহকরা এ সুবিধা পাবেন। এরপর সমস্ত পৃথিবীর নেটফ্লিক্স গ্রাহকরা নতুন সুবিধাটি গ্রহণ করতে পাবেন।