ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমানে প্রতিদিন ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি মেসেজ আদান-প্রদান হচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে। এ তথ্য জানিয়েছেন কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ।
ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপটিতে গত ইংরেজি নববর্ষে প্রথম এত মেসেজ আদান-প্রদান হয়েছিল। লকডাউনের কারণে মাইলফলকটি এখন নিয়মিত পার করছে হোয়াটসঅ্যাপ।
খুদে বার্তা আদান-প্রদানের এই হিসাবে হোয়াটসঅ্যাপের থেকে অন্যরা অনেক পিছিয়ে। অথচ চার বছর আগেও ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের যৌথ মেসেজ সংখ্যা ছিল ৬০ বিলিয়নের মতো।
অ্যাপলের আইমেসেজ এবং ফেসটাইমস হোয়াটসঅ্যাপ,-ফেসবুকের সঙ্গে পাল্লা দিতে চাইলেও পেরে উঠছে না। গত মে মাসে অ্যাপলের সিইও টিম কুক জানান, তাদের মেসেজিং অ্যাপে বার্তা আদান-প্রদানের হিসাব রেকর্ড হয়েছে। তবে প্রতিদিন ঠিক কতটি মেসেজ আদান-প্রদান হচ্ছে তা ওই সময় তিনি জানাননি।
২০১৪ সালের শুরুতে হোয়াটসঅ্যাপে প্রতিদিন ৫ হাজার কোটি মেসেজ আদান-প্রদান হতো। ওই সময় তাদের ব্যবহারকারী ছিল ৫০০ মিলিয়নের কিছু কম। সেই হোয়াটসঅ্যাপের এখন ভারতেই শুধু ২ বিলিয়ন ব্যবহারকারী!