ধূমকেতু নিউজ ডেস্ক : ‘নো মাস্ক নো সার্ভিস’ স্লোগানে করোনা প্রতিরোধে সবার জন্য বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। দেশের প্রতিটি মসজিদের মাইকে মুসল্লিদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরার প্রচারণার বিষয়টি নির্দেশনা আকারে জারি করেছে মন্ত্রণালয়।
শুধু মসজিদই নয়, দেশের প্রতিটি মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলকভাকে কার্যকর হবে। গত রোববার ধর্ম মন্ত্রণালয় বাধ্যতামূলক মাস্কের ব্যবহারের এ নির্দেশনা জারি করেছে।
প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সম্ভাব্য দ্বিতীয় ধাপে ব্যাপক সংক্রমণ মোকাবিলায় সব ধর্মীয় প্রতিষ্ঠানে কঠোর নজরদারির মাধ্যমে মাস্ক পরাকে বাধ্যতামূলক করার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে ধর্ম মন্ত্রণালয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে নিঃসন্দেহে এটি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ও প্রশংসনীয় উদ্যোগ। এ পদক্ষেপ সংক্রমণরোধে কার্যকরী ভূমিকা পালন করবে।
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মুখে মাস্ক পরার বিষয়টি প্রতি ওয়াক্ত নামাজের আগে মসজিদের মাইকে প্রচার করা হবে। এ ছাড়াও মসজিদের ফটকে মাস্ক পরার বিষয়টি উল্লেখ করে ব্যানার টানানোর বিষয়টিও নিশ্চিত করতে মসজিদ কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে যে-