ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মাত্র ১৪৪ দিনে পূর্নাঙ্গ কুরআন হিফজ (মুখস্থ) করেছে আব্দুল্লাহ বিন আহসান (১২)। সে রাজশাহীর কাটাখালির জামিয়া উসমানিয়া হোছাইবাদ মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
এ ব্যাপারে মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হোছাইন আহমাদ আযমী জানান, আব্দুল্লাহর ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ও তার পরিবারের সহযোগিতায় এ সাফল্য এসেছে। মহান আল্লাহ মাত্র ১৪৪ দিনে তাকে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার তৌফিক দান করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নওগাঁ জেলার সাপাহার এলাকার আহসান হাবিব ও শামিমা খাতুনের তিন সন্তানের মধ্যে তৃতীয় আব্দুল্লাহ। তাদের স্বপ্ন ছিল বড় ছেলের মত ছোট ছেলেকেও হাফেজ বানাবেন। ছেলেকে রাজশাহীর কাটাখালী এলাকার জামিয়া উসমানিয়া মাদ্রাসায় হিফজ বিভাগে ভর্তি করান। এরপর আব্দুল্লাহ মাত্র ১৪৪ দিনে পবিত্র কুরআন শরীফ মুখস্থ করে।
এছাড়া আরও জানা যায় যে, সর্বশেষ একদিনে পুরো ১ পারা সবক প্রদান করার মাধ্যমে ছাত্র আব্দুল্লাহ তার হিফজ সম্পন্ন করেছে।
উল্লেখ্য যে, জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ কাটাখালি মাদ্রাসাটি রাজশাহী জেলায় সর্ববৃহৎ কওমী শিক্ষা প্রতিষ্ঠান। নুরানী মক্তব, হিফজ, কিতাব বিভাগসহ ইফতা ও কেরাত বিভাগ রয়েছে এই প্রতিষ্ঠানে। দেড় হাজার শিক্ষার্থী ও একাত্তর জন শিক্ষক নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার পর থেকে মহা-পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন, আল্লামা জামাল উদ্দীন মাহমুদ সন্দ্বিপী।