ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ৯ তম বাৎসরিক ইসলামী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ জানুয়ারী) যোহরের নামায শেষে আলেমদের মূল বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ মাহফিল। স্বাস্থ্যবিধি মেনে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্ম প্রাণ মুসল্লিগণ মাহফিলে অংশ গ্রহণ করেন।
মূল বয়ানের মাধ্যমে ইসলামের বিভিন্ন দিক নিদের্শনা মূলক আলোচনা এবং সঠিকভাবে ইসলাম পরিচালনা, পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদেরকে দিনের দাওয়াত ও নামাজ পড়ার জন্য তাগিদ দেন।
মাহফিলে সভাপতির ছিলেন, ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু।
প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব এনামূল হক।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম সরকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা গাজীপুর থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পুর্ণ হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রহিম আল মাদানী।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পুর্ণ হাফেজ মাওলানা হেলাল উদ্দিন নূরী, খতিব কোনাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর।
তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, অন্ধ হাফেজ মাওলানা শফিকুল ইসলাম কালিহাতী টাঙ্গাইল ও চতুর্থ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, অত্র মসজিদের ইমাম ও খতীব আলহাজ্ব মাওলানা শহিদুল ইসলাম।
উক্ত মাহফিলে করোনা ভাইরাস থেকে মুক্তি, দেশ, আখেরাত ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন, অত্র মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রহিম আল-মাদানী।