ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন হাটবাজারে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দিন দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া ও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের সয়ক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
দেওয়া হয়েছে ১১ দফার বিধিনিষেধ। বিধিনিষেধে সভা-সমাবেশ বন্ধ সহ সর্বত্র মাস্কের ব্যবহার বাধ্যতামূলক থাকলেও কেউ তা মানছেন না।
সরেজমিনে বুধবার চান্দাইকোনা, ধানঘড়া, গ্রামপাঙ্গাসী, হাটপাঙ্গাসী ও উপজেলার পার্শবর্তী আলমপুর, বহুলীসহ বিভিন্ন হাটবাজারে সকাল-বিকেলে দিনের অধিকাংশ সময় মাস্ক ছাড়াই মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
হাটপাঙ্গাসী কাচা বাজার করতে আশা কয়েক জনের সাথে কথা বললে তারা জানান, সরকার মাস্ক পড়তে বাধ্যতামূলক করেছে। তাছাড়া প্রসাশনও রয়েছে মাঠে। ভয়ও হয় মাস্ক না পড়ার অপরাধে কখন না আবার জরিমানা গুনতে হয়। তাই মাস্ক পকেটেই রেখে দিয়েছি। আমরা নিজে নিরাপদই থাকতে চাই কিন্তু অজান্তেই মাস্ক পড়া হয় না।
তারা আরও জানান, করোনা ভাইরাস থেকে রখ্যা পেতে হলে আমাদের মাস্ক ও স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। করোনা ভাইরাস ও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সবাইকে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোনো উপায় নেই বলে মনে করেন উপজেলার সচেতন নাগরিক।