ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুররে দাফনের পাঁচ মাস পর মোরশালিন (১৯) নামে এক শ্রমিকের লাশ উত্তোলন করেছে পুলিশ।
মামলার বাদির আবেদনের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস মমতাজ ও গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজার উপস্থিতিতে বোয়ালিয়া ইউনিয়নের ঘাটনগর গ্ৰামের একটি গোরস্থান থেকে শুক্রবার সকালে লাশটি উত্তোলন করা হয়। মোরশালিম ওই গ্ৰামের শুকুর উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে,গত বছরের ১৫আগষ্ট মোরসালিন ঘাটনগর বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে পাশের বাড়ির একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে হত্যার অভিযোগ উঠে। ওইদিন রাতে তাকে হত্যা করে শোবার ঘরের রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় মোরশালিনের মা সিরিনা বেগম বাদি হয়ে মোরশালিনের স্ত্রীকে প্রধান আসামি করে ৫জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি গোমস্তাপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করে।
গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, পুলিশ তদন্তের স্বার্থে মোরশালিনের লাশ উত্তোলনের মাধ্যমে পুনরায় ময়নাতদন্তের জন্য আদালতের কাছে আবেদন করলে বিজ্ঞ আদালত লাশ উত্তোলনের অনুমতি দেয়। এদিকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।