ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : ট্রেনের লোকোমাস্টার, গার্ড ও টিটিইদের মাইলেজ নিয়ে সৃষ্ট জটিলতা দূর না করলে আগামী ৩১ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধসহ অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ সংগ্রাম পরিষদের সান্তাহার আঞ্চলিক কমিটি এ ঘোষণা দিয়েছে। বুধবার বিকেলে ওই কমিটির সদস্যরা জংশনের ফুটওভারব্রিজে এ সংক্রান্ত একটি ব্যানার টাঙিয়ে দেন। শুধু তাই নয়, মাইলেজ জটিলতার কারনে ইতিমধ্যে সান্তাহার জংশন স্টেশনে ৪টি ট্রেন যাত্রা বিরতি করে। যা ১৮ঘন্টা অতিবাহিত হলেও এখনো ছাড়েনি।
রেলওয়ে সূত্র জানায়, খুলনা-পারবর্তীপুর অভিমূখে (কেপি ৩৭ ও কেপি ৩৯) তেলবাহী দুটি ট্রেন বুধবার রাত ৩ টায় উপজেলার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছায়। এরপর ওই ট্রেনের লোকোমাস্টার, গার্ড ও টিটিইরা দায়িত্ব পালন না করায় ট্রেনটি স্টেশন থেকে আর ছাড়া সম্ভব হয়নি।
এছাড়া লালমনিরহাট-সান্তাহার মেইলট্রেন (১৯ আপ ও ২০ ডাউন) ট্রেন দুটি আজ বুধবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও লোকোমাস্টার, গার্ড ও টিটিইরা না থাকায় যাত্রা বাতিল করা হয়।
সান্তাহার সহকারী লোকোমাস্টার (ড্রাইভার) এএলএম মাহমুদ হাসান মিশুক বলেন, মাইলেজ বন্ধের প্রতিবাদে রেলওয়ে রানিং স্টাফ সংগ্রাম পরিষদের সান্তাহার আঞ্চলিক কমিটির পক্ষ থেকে স্টেশনে ব্যানার টাঙানো হয়েছে। তাছাড়া অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত কালো আদেশের খ ও গ ধারা বাতিলের দাবিতে কর্ম বিরতিসহ সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।
সান্তাহারে কর্তব্যরত টিটিই রবিউল ইসলাম জানান, আগামী ৩১ জানুয়ারির মধ্যে জটিলতা নিরসন করা না হলে সেদিন থেকেই ট্রেন চলাচল বন্ধ করে তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন।
টিটিই এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান জানান, ট্রেনে আটঘণ্টার বেশি দায়িত্ব পালনের জন্য ট্রেনের লোকোমাস্টার, গার্ড ও টিটিইরা আগে অতিরিক্ত আর্থিক সুবিধা পেতেন, যা রেলওয়ের ভাষায় মাইলেজ। সম্প্রতি রাষ্ট্রের বেসামরিক কর্মীদের মূল বেতনের অতিরিক্ত অর্থ পাওয়ার বিধান নেই উল্লেখ করে অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। এতে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করা হয়। এখন এই মাইলেজ সুবিধা চালুর জন্যই আন্দোলন করা হচ্ছে।
সান্তাহার জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, আন্দোলনের কারনে লোকবল না থাকায় দুটি তেলবাহী ও দুটি যাত্রীবাহী ট্রেন সান্তাহার স্টেশনে বন্ধ রয়েছে। ট্রেনগুলো কবে ছাড়া হবে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।