ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের রালপুরে পরিত্যক্ত অবস্থায় একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাটের অংশ বিশেষ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
রোববার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার লালপুর-বাঘা সড়কের বেরিলাবাড়ী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এস্কেবেটর ( ভেকু) দিয়ে পুরাতন ব্রীজ ভেঙ্গে নতুন ব্রীজ নির্মাণের জন্য মাটি খননের সময় একটি সাটার গান ও একটি আগ্নেয় অস্ত্রের বাটের অংশ দেখতে পায় এস্কেবেটর এর চালক সহ স্থানীয়রা।
খবর পেয়ে লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক ও এসআই তৌফিকুল ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাট উদ্ধার করে নিয়ে যায়।