ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোর সদর হাসপাতালের জরুরী বিভাগে গলায় ভুল চিকিৎসায় আরিফুল ইসলাম (১০) নামের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাজী মোঃ আলী রাসেলের বিরুদ্ধে। সোমবার সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। আরিফুল ইসলাম বড়াইগ্রাম উপজেলার কলাকান্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম বড়াইগ্রাম উপজেলার চকতেবাড়িয়া দিঘলীপাড়ার কৃষক খোদা বক্স এর ছেলে। গতকাল সোমবার সকালে বাঁশি নিয়ে খেলতে গিয়ে গলায় আটকে যায়। তাৎক্ষণিক বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাজী রাসেল অপারেশন থিয়েটারে না নিয়েই শিশুটির গলা কেটে বাঁশি বের করতে গেলে অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালেই শিশুটির মৃত্যু হয়। এরপর চিকিৎসক রাসেল পরিবারের লোকজনকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে তাদের সন্দেহ হয়। শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে চিকিৎসক রাসেল হাসপাতাল থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে সদর হাসপাতালের আরএমও ডাঃ মুনজুর রহমান জানান, এই পরিস্থিতিতে ৫ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। এতো বড় ঝুঁকি এই পরিবেশে নেয়া ঠিক হয়নি। সদর হাসপাতালের সহকারী উপপরিচালক ডাঃ আনছারুল হক বলেন অভিযুক্ত ডাক্তারের সাক্ষাতকার নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। নাটোর সদর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এই বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।